অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৪

Featured Image
PC Timer Logo
Main Logo

অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৪: অনার্স ভর্তি হতে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলে মোট লাগবে ৭ পয়েন্ট এবং মানবিক বিভাগের লাগবে মোট ৭.৫০ পয়েন্ট।

অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের সবার মনে একটা শুধু একটাই প্রশ্ন। ২০২৪ সালে যে সকল শিক্ষার্থীরা অনলাইনে অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এই প্রশ্নের উত্তর খুঁজছে আজকের পোস্টটি তাদের জন্য।

যেহেতু করোনাকালীন সময়ে পড়ালেখার অনেকটা জটিলতার কারণে সেশনজট একটা বিষয় সামনে এসেছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের সম্ভাব্য তারিখ শিক্ষা মেলা থেকে ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জুন মাসে।

তো এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে সবার মাথায় একটা জিনিস খুব পাক খায় কিভাবে প্রস্তুতি নেব কোন কলেজে ভর্তি হব কি কোন বিষয়ে অনার্স করব এবং  অনার্স করতে কত পয়েন্ট লাগবে ইত্যাদি।

এই পোস্টের সার সংক্ষেপ

  1. অনার্স কোর্স কি
  2. অনার্সে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

অনার্স কোর্স কি

অনার্স মূলত এইস এস সি শেষ করার পর চার বছর মেয়াদী একটি স্নাতকোত্তর/ সম্মান কোর্স যেখানে একটি নির্দিষ্ট বিষয়ের উপর শিক্ষার্থীদের কে পড়ানো হয় এবং চার বছর শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

অনার্স মূলত দুই ধরনের হয় শুধু অনার্স এবং প্রফেশনাল অনার্স।  এবং দুইটি অনার্সের ক্ষেত্রেই ভর্তির সিস্টেম টা আলাদা আলাদা।

অনার্স অনুষদ কে মোট তিনটি ভাগে ভাগ করা যায়,

  1. প্রথম ভালো মানবিক বা কলা
  2. দ্বিতীয় বিজ্ঞান এবং
  3. তৃতীয় বাণিজ্য অনুষদ।

প্রত্যেকটা অনুষদের আলাদা আলাদা বিভিন্ন বিষয বা সাবজেক্ট রয়েছে। আরো পরুনঃ এসএসসি / এইস এস সি রেজাল্ট দেখার নিয়ম

অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৪

বিভাগ এর নামএসএসসি পয়েন্ট এসএসসি পয়েন্টমোট পয়েন্ট লাগবে
বিজ্ঞানন্যূনতম জিপিএ ৩.৫ন্যূনতম জিপিএ ৩.৫মোট ৭.০০ পয়েন্ট
ব্যবসায় শিক্ষা বিভাগন্যূনতম জিপিএ ৩.৫ন্যূনতম জিপিএ ৩.৫মোট ৭.০০ পয়েন্ট
মানবিক বা কলা বিভাগন্যূনতম জিপিএ ৩.০০ন্যূনতম জিপিএ ৩.৫০মোট ৭.৫০ পয়েন্ট