
বিভিন্ন সরকারি কলেজের বিপুল সংখ্যক শিক্ষক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেয়েছেন। একদিনে ৭৬৫ সহকারী অধ্যাপক পর্যায়ের শিক্ষককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। তাদের একটিতে 764 জন; আরেকটিতে পদোন্নতি হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একযোগে সর্বোচ্চ ৯৪ জন হিসাবরক্ষক শিক্ষক সহযোগী অধ্যাপক হয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত অন্য শিক্ষকদের মধ্যে অর্থনীতিতে ৫৬ জন, আরবি ও ইসলামিক স্টাডিজে ২৯ জন, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতিতে ৪৬ জন, ইংরেজিতে ২৬ জন, ইতিহাসে ৩১ জন, উদ্ভিদবিদ্যায় ৪৮ জন এবং কৃষিবিদ্যায় ৭ জন রয়েছেন।
অন্যান্য বিভাগের মধ্যে গার্হস্থ্য অর্থনীতিতে একজন, গণিতে ৮৮ জন, দর্শনে ৩৯ জন, পদার্থবিদ্যায় ৬৬ জন, পরিসংখ্যানে ছয়জন, প্রাণিবিদ্যায় ৭২ জন, ব্যবস্থাপনায় ৫৫ জন এবং বাংলা বিভাগে ছয়জন সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়েছেন।
সহকারী অধ্যাপকদের তালিকায় রয়েছে ভূগোলের ২৪ জন শিক্ষক, মনোবিজ্ঞানের নয়জন শিক্ষক, রসায়নের ২২ জন শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের ১৮ জন শিক্ষক, সমাজকল্যাণ বিভাগের ১৩ জন, সমাজবিজ্ঞানের একজন শিক্ষক এবং সংস্কৃতি বিভাগের দুজন শিক্ষক রয়েছেন।
এছাড়া টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) বাংলা বিভাগের দুই শিক্ষক, শিক্ষা বিভাগের একজন এবং বিজ্ঞান বিভাগের তিন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তরা কাজে যোগদান করবেন।
অন্যদিকে, আদেশে বলা হয়েছে, একজন শিক্ষক তার প্রতিষ্ঠানে বা অন্য কোনো প্রতিষ্ঠানে উচ্চ পদে পদায়নের জন্য ‘স্বয়ংক্রিয়ভাবে’ অগ্রাধিকার পাবেন। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেল-2015 অনুযায়ী পঞ্চম গ্রেডে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।