
নিম্ন বা স্বল্প আয়ের মানুষের জন্য চালু করা বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ এবং আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুরের প্রতিবাদে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়- নিম্ন ও স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্য বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার। এক দিকে নিম্ন আয়ের জনগণের জন্য চলমান সহায়তা কর্মসূচি একের পর এক বন্ধের গনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে এই অগণতান্ত্রিক সরকার। অন্য দিকে জনগণের পকেট কাটার নীতিতে অযাচিতভাবে জনগণের উপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করছে। এ যেন- ‘ভাত দেওয়ার মুরোদ নাই কিল মারার গোঁসাই’। রাষ্ট্রের মালিক দেশের জনগণ- এটা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত। অথচ জনগণের ম্যান্ডেটবিহীন অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকার জনকল্যাণের বিপরীত নীতিতে সরকার পরিচালনা করে নিজেদের গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করছে এবং সমাজের উচ্চবিত্ত ও এনজিওদের তোষণ নীতির মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করছে।
বিবৃতিতে আরও বলা হয়- এই অবৈধ ফ্যাসিস্ট সরকার ক্ষমতা দখলের পর থেকেই জনকল্যাণের জন্য আওয়ামী লীগের সরকারের প্রচলিত কর্মসূচিগুলো বাতিল বা বন্ধ করে আসছে। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা বন্ধ করে দিয়েছে, টিসিবির আওতায় ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিল এবং চাল বিক্রি বন্ধের পর বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ৮ লাখ পরিবার এই বিশেষ ওএমএস কার্যক্রমের সুবিধাভোগী রয়েছে। তাদের কথা বিবেচনা না করে গনবিরোধী এই সরকার এটা বন্ধের ঘোষণা দিয়েছে। এছাড়াও এই সরকারের প্রত্যক্ষ মদদে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের উপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে এবং আশ্রয়ণ প্রকল্পের গৃহ ভাঙচুর করা হয়েছে। আমরা অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের গনবিরোধী নীতি এবং তাদের প্রত্যক্ষ মদদে জনগণের উপর পরিচালিত নিষ্পেষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে রক্তখেকো দানবীয় এই সরকারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ, চিরজীবী হোক।