![](https://jathasomoy.com/wp-content/uploads/2024/08/shoriyotpur-1-death.jpg)
প্রতীকী ছবি
কুষ্টিয়া মহানগরীর কমলাপুর এলাকায় ভাড়া বাসার বেডরুমে ফ্যানের সঙ্গে ঝুলছে এক নারী পুলিশ সদস্যের লাশ। বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
যে নারীর লাশ পাওয়া গেছে তার নাম রুবিনা খাতুন (২৮)। তিনি কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশে কর্মরত ছিলেন। রুবিনা মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে। তার স্বামীর নাম আলাল শেখ (৩০)। সে একই উপজেলার রতনপুর গ্রামের ফজলু শেখের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।