![](https://jathasomoy.com/wp-content/uploads/2024/04/4-gm-kader-2311141610.jpg)
দেশের সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন ‘সময় টিভি’র পাঁচ গণমাধ্যমকর্মীকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
চাকরিচ্যুত সব সংবাদকর্মীকে পুনর্বহাল করারও দাবি জানান তিনি। একই সঙ্গে দেশের সব গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিকদের অন্যায়ভাবে বরখাস্ত করা গণমাধ্যমের কণ্ঠস্বর স্তব্ধ করার উদাহরণ, যা জবাবদিহিমূলক সরকার ও গণতন্ত্রের চর্চার পরিপন্থী। এমন অমানবিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।