কক্সবাজারের মহেশখালীতে নিজ বাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। বুধবার উপজেলার সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, পুলিশ দেরিতে খবর পায়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আর ভিকটিমকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, স্থানীয় ৫-৬ জন লোক ঘরে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে গণধর্ষণ করে। এসময় তারা ঘরের আলমারি ভেঙ্গে ৩ লাখ ৪৫ হাজার টাকা লুট করে বলে দাবি করেছেন নির্যাতিতা গৃহবধূর স্বামী জুয়েল।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) ডাঃ মাহফুজুল হক ভুক্তভোগী গৃহবধূর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, বুধবার সকালে হঠাৎ করে কয়েকজন ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে। বাধা দিলে ছুরি দিয়ে গলা কেটে ফেলার হুমকি দেয়।
নির্যাতিত নারীর স্বামী জুয়েল জানান, নির্মম নির্যাতনের পর তারা প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করেছে। চিকিৎসার জন্য স্ত্রীকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মহেশখালী থানার ওসি জানান, ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।