
ফরিদপুরের ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামে হাত-পা বাঁধা চিকিৎসক বাড়ির কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওহাব মাতুব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছিলেন তিনি।
সহকারী পুলিশ সুপার (বঙ্গ সার্কেল) মোঃ আসিফ ইকবাল জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন দীর্ঘদিন আগে মারা যান। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় থাকেন। গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে দেখাশোনার দায়িত্বে ছিলেন ওয়াহাব মাতুব্বর। মাঝে মাঝে ডাক্তারের স্ত্রী-কন্যাদের বাসায় বেড়াতে আসে।
তিনি আরও বলেন, ওহাব মাতুব্বর বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন। বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাড়ির দ্বিতীয় তলার ছাদের দরজার পাশ থেকে ওহাব মাতুব্বরের লাশ উদ্ধার করা হয়।