চুয়াডাঙ্গায় আ. লীগের কর্মীকে কুপিয়ে হত্যা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo


প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগ কর্মী আহমেদ শরীফ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জমজমি ইউনিয়নের রামদিয়া গ্রামের মহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শরীফ রামদিয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন একই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলীম (৪০), সেলিম (৫৫) ও সেলিমের ছেলে সোয়াব (৩৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিপক্ষ আনসার জোয়ার্দার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। নিহত ও আহতরা সবাই আওয়ামী লীগের কর্মী। গত ৫ আগস্ট সরকার পতনের পর এক আত্মীয়ের বাড়িতে থাকেন।

রোববার সন্ধ্যায় শরীফ ও তার স্বজনদের সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনসার গংরা দেশীয় অস্ত্র দিয়ে শরীফকে কুপিয়ে হত্যা করে।

আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তারা। তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, রামদিয়ায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রোববার এশার নামাজের পর মাঝেরারপাড়া মসজিদের সামনে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৩-৪ জন আহত হয়। শুনেছি প্রতিপক্ষের কয়েকজন আহতও হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রতিবেদন তৈরি করেছে। অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।