ছাগলের আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা

Featured Image
PC Timer Logo
Main Logo

ছাগলের আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা: এই পোস্টের মাধ্যমে সাগরের আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা কিভাবে করবেন এছাড়া ছাগলের আমাশয়ের উপরে কি কি লক্ষণ দেখা দিতে পারে তা জানতে পারবে।

ছাগলের রক্ত আমাশয় হলে  ছাগল পালনকারীদের সবচেয়ে বিড়ম্বনায় বিষয় হয়ে পড়ে। ছাগলের রোগ নিয়ে খামারিদের বেশি বিপাকে পড়তে হয়। ছাগলের রোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রক্ত আমাশয়। আজ জেনে নিব ছাগলের রক্ত আমাশয় হলে যেসব লক্ষণ প্রকাশ পায় সেই সম্পর্কে-

ছাগলের আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা
ছাগলের আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা

ছাগলের আমাশয় রোগের লক্ষণসমূহ

=> ছাগল পাতলা পানির মতো মল বারবার ত্যাগ করবে: ছাগলের রক্ত আমাশয় হলে ছাগল হঠাৎ করে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করতে থাকে। এই সময় ছাগলকে অনেক রোগা মনে হয়। ছাগল ঠিকমতো চলাচলও করতে পারে না অনেক সময়।
=>মলের রং সবুজ বা হলুদ জতে পারে: ছাগলের রক্ত আমাশয় হলে ছাগল হঠাৎ করে মালের রং সবুজ থেকে হলুদ হয়ে যায়
=>মলে বেশ দূর্গন্ধ থাকে: ছাগলের রক্ত আমাশয় হলে ছাগল হঠাৎ করে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করতে থাকে। এই সময় ছাগলকে অনেক রোগা মনে হয়। ছাগল ঠিকমতো চলাচলও করতে পারে না অনেক সময়।
=>মলদার থেকে শুরু করে লেজের লোম এবং পিছনের দুই পা মল লেগে ভিজে থাকে।
=> ছাগল খুব দূর্বল হয়ে পড়ে: ছাগল বার বার পাতলা পায়খানা করার ফলে ছাগলের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। অনেক সময় ছাগল বসে পড়লে ওঠার শক্তি পর্যন্ত পায় না।
=>ছাগল এক জায়গায় চুপচাপ বসে থাকে।
=>জাবর কাটা থেকে বিরত থাকে।
=> ছাগলের রক্ত আমাশয় থাকলে ছাগলের পাতলা পায়খানা সহজেই কমে। ফলে দীর্ঘ সময় ধরে ছাগলকে পাতলা পায়খানা করতে দেখা যায়।
=> ছাগলের পাতলা পায়খানার কয়েকদিন পরে পায়খানার সাথে রক্তযুক্ত মল লেগে থাকতে দেখা যায়। এমন হলে নিশ্চিত হতে হবে যে ছাগলের রক্ত আমাশয় হয়েছে।
=> ছাগল বেশি চাপ দিয়ে পায়খানা করলে মলের সাথে প্রচুর রক্ত বেরিয়ে আসতে দেখা যায়।
=> এই অবস্থায় ছাগল খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করে এবং ছাগলকে অস্থির দেখায়। এমন অবস্থা কিছুদিন চলতে থাকলে ছাগলের শরীর শুকিয়ে যেতে থাকবে।
=> ছাগলের শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হলে ছাগলের শরীরে খিঁচুনি দেখা দিতে পারে। আর এই সময় ছাগল পা ছড়াছড়ি করতে থাকে।

ছাগলের আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা

ছাগলের পাতলা পায়খানা রোগের চিকিৎসা:

ছাগলের আমাশায় রোগ হলে আপনি নিজে কি করতে পারেন তা হল,
Stresskill (স্কয়ার কোং) ১ লিটার পানির সাথে ১ গ্রাম পরিমান মিশিয়ে ছাগলকে বারবার খাওয়াতে হবে।
অথবা
Glucolyle 20gm (এ্যকমি কোং) ১ লিটার পানির সাথে ১ গ্রাম পরিমান মিশিয়ে ছাগলকে বারবার খাওয়াতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।