টেলিছবি দিয়ে ফিরলেন ওমর সানী

Featured Image
PC Timer Logo
Main Logo

শুটিং সেটে ওমর সানী

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। সবশেষ গত বছর মে মাসে এই চিত্রনায়ককে মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় দেখা যায়। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে মনের মতো চরিত্র পেলে শত ব্যস্ততার ফাঁকে অভিনয়ে তিনি সময় দেন।

দীর্ঘ বিরতি শেষে গতকাল একটি টেলিছবিশুটিংয়ে অংশ নিয়েছেন ওমর সানী। নাম ‘ব্ল্যাকমানি’। হাসান জাহাঙ্গীর পরিচালিত এতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। আজ এবং আগামীকাল শুটিং করবেন তিনি। এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘‘অন্ধকার জগতের গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য এটি নির্মিত হচ্ছে। আমি ডিবি পুলিশের ভূমিকায় অভিনয় করছি। অবক্ষয়ের পর বর্তমান প্রেক্ষাপটে ডিবির লোকজন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে তা পর্দায় দেখানো হবে৷ অনেকদিন পর শুটিং করছি। আমি বারবারই বেছে বেছে কাজ করতে চাই। যে কারণে কম কাজে দেখা যায়। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব।’

banglanewsbdhub/এজেডএস

ওমর সানী
টেলিছবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।