ঢাকা টু সিলেট বিমান ভাড়া

Featured Image
PC Timer Logo
Main Logo

ঢাকা টু সিলেট বিমান ভাড়া
ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৩৯ কিলোমিটার। ঢাকা থেকে সিলেট যেতে আকাশপথে সময় লাগে মাত্র ৪৫ থেকে ৫০ মিনিট। বর্তমানে প্রধান ৩টি বিমান সংস্থা ঢাকা থেকে সিলেট ফ্লাইট পরিচালনা করে। বিমান এয়ারলাইন্স এর নামগুলো হলো বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা টু সিলেট বিমান ভাড়া

বিমান সংস্থার নামঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

  • ঢাকা টু সিলেট
  • বারঃ শনিবার (রোববার ও শুক্রবার বাদে)
  • ফ্লাইট সংখ্যাঃ ৪টি
  • ঢাকা টূ সিলেট সময়ঃ বেলা সাড়ে ১১টায়, বিকেল ৪টা ১৫ মিনিটে এবং রাত সাড়ে ৮টায়।
  • সিলেট টু ঢাকা সময়ঃ সকাল ৯টা ৪৫ মিনিটে, সকাল ১০টা ৫০ মিনিটে, দুপুর ১২টা ৪০ মিনিটে, বিকেল ৫টা ৫৫ মিনিটে, ও রাত ৮টার সময় ছাড়ে।
  • বিমান ভারাঃ সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৫০০ টাকা,
  • রিটার্ন ভাড়াঃ ৭ হাজার টাকা।

নভোএয়ার 
নভোএয়ার

বিমান সংস্থার নামঃ নভোএয়ার 

  • ঢাকা টু সিলেট
  • প্রতিদিন ফ্লাইট সংখ্যাঃ ৩টি
  • ঢাকা টূ সিলেট সময়ঃ সকাল ৮টা ১৫ মিনিটে, দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।
  • সিলেট টু ঢাকা সময়ঃ প্রতিদিন সকাল ৯টা ৩৫ মিনিট, দুপুর ১টা ২০ মিনিট এবং রাত ৮টা ২০ মিনিটে ঢাকা পৌঁছায়।
  • বিমান ভারাঃ সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৯৯৯ টাকা।
  • রিটার্ন ভাড়াঃ ৭ হাজার ৯৯৮।

ইউএস-বাংলা
ইউএস-বাংলা

বিমান সংস্থার নামঃ ইউএস-বাংলা

  • ঢাকা টু সিলেট
  • ফ্লাইট সংখ্যাঃ প্রতিদিন ৪টি
  • ঢাকা টু সিলেট সময়ঃ প্রতিদিন সকাল ৮টা, বেলা ১১টা ৩০ মিনিটে, দুপুর ১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।
  • সিলেট টু ঢাকা সময়ঃ সকাল ৯টা ২০ মিনিট, দুপুর ১২টা ৫০ মিনিট, দুপুর ২টা ৫০ মিনিট এবং রাত ৮টা ২০ মিনিটে।
  • ফোন করুন ০১৭৭৭৭৭৭৮০০ অথবা ১৩৬০৫ নম্বরে।
  • বিমান ভারাঃ ঢাকা থেকে সিলেটের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৯৯৯ টাকা।
  • রিটার্ন ভাড়াঃ সর্বনিম্ন ৭ হাজার ৯৯৮ টাকা।

ঢাকা থেকে সিলেট বিমান টিকিট জেভাবে পাবেন

আভ্যন্তরীণ বিমান ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে না। তাই বিমান ভ্রমণের আলাদা কোন ঝামেলা নেই। আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে।

আপনার পছন্দের বিমান অফিস থেকে ঢাকা থেকে সিলেট বিমান টিকিট করে নিতে পারবেন। ওয়েবসাইটগুলো থেকেও টিকিট করতে পারেন।

অনলাইনে বিমানের টিকিট নেওয়ার ওয়েব সাইটঃ

  • অনলাইন টিকেটঃ www.biman-airlines.com
  • অনলাইন টিকেটঃ www.flynovoair.com
  • অনলাইন টিকেটঃ usbair.com

আরো পড়ুনঃ

মালামাল পরিবহনঃ

নিয়ম অনুযায়ী প্রত্যেক যাত্রী ২০ কেজি পরিমাণ চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল, বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। অতিরিক্ত নিতে হলে ফি দিতে হবে।

Faq:

[sc_fs_multi_faq headline-0=”h2″ question-0=”সিলেট টু লন্ডন বিমান ভাড়া কত?” answer-0=”বর্তমানে ৫৪২৬৬ টাকা শুরু করে এক লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বিমান ভেদে ভারা পরিবর্তন হতে পারে।” image-0=”” headline-1=”h2″ question-1=”ঢাকা টু যশোর বিমান ভাড়া কত?” answer-1=”৪,৫০০ থেকে ৫,০০০ টাকা (সুপার সেভার) এবং ৫,০০০ থেকে ৯,০০০ টাকা (বিজনেস ফ্লেক্সিবল)” image-1=”” count=”2″ html=”true” css_class=””]