ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ফলস্বরূপ, সাদা দলটি তার 36 বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই ভাগে বিভক্ত হয়। এ কমিটির আহ্বায়ক প্রফেসর ড.আমিনুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেসানী ও অধ্যাপক ডাঃ মাজবাউল ইসলাম।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে ঢাবি সদাদলের নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটিতে অধ্যাপক ড. আহবায়ক ও অধ্যাপক মোরশেদ হাসান খান। আবদুস সালাম ও অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম সরকারকে যুগ্ম আহবায়ক ঘোষণা করে প্রস্তাব করা হয়।
কিন্তু আমিনুল ইসলামের নেতৃত্বে সাদা দলের একাংশ বর্তমান প্রস্তাবিত কমিটি ও প্রস্তাবিত কমিটি প্রত্যাখ্যান করে ড. আমিনুল ইসলামের দাবি, তার নেতৃত্বে সাদা দলের ৫৮ জন শিক্ষক রয়েছেন। আগস্ট পর্যন্ত, সাদা দলে মোট 121 জন শিক্ষক ছিলেন। তাই তারা নতুন কমিটি ঘোষণা করেছে। তারা ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করেছে।
নবগঠিত উপদেষ্টা পরিষদে ফার্মেসি অনুষদের ডিন ড. সেলিম রেজা, জীবন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এনামুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান নিয়াজী, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক উকিল আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক ইমরান তৈয়ব ও এস এম মোস্তফা আল মামুন।
নবগঠিত কমিটির দাবি, বর্তমান সাদা দলের একটি ক্ষুদ্র সুবিধাবাদী চক্র (সিন্ডিকেট/কোটাধারী) আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. আবদুস সালাম ও আবুল কালাম সরকারের নাম প্রস্তাব করা হয়েছে।