তল কাকে বলে?: ”যেকোনো ঘনবস্তুর এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকেই ঘনবস্তুর তল বলা হয়। যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই তাকে তল বলে।”

তল এর প্রকারভেদ:
তল কে সাধারণত দুইভাগে ভাগ করা যায়। যথাঃ

১। সমতল ( Plane surface )

২। অসমতল বা স্ক্রল ( Curve surface )

সমতল (Plane surface): যে তল সমান (Plane) অর্থাৎ, কোথায়ও উঁচু বা কোথায়ও নিচু নয় তাকে সমতল বলে। উদাহরণ যেমনঃ ঘরের মেঝে, খেলার মাঠ , টেবিলের উপরিভাগ, ।

অসমতল বা স্ক্রল (Curve surface): যে তল কোথায়ও উঁচু আবার কোথায়ও নিচু তাকে বক্রতল বলে।

উদাহরণ যেমনঃ ফুটবলের তল, টিনের চালের উপরিভাগ , বলের উপরিভাগ , সমুদ্রের জলতলের উপরিভাগ ইত্যাদি ।

তল কাকে বলে
তল কাকে বলে

তলের বৈশিষ্ট্য  

( i ) তল মাত্রই দ্বিমাত্রিক ।

( ii ) তলের কোনো উচ্চতা নেই ।

( iii ) প্রতিটি ঘনবস্তু এক বা একাধিক তল দ্বারা বেষ্টিত ।

( iv ) তল সসীম ( বলের উপরিভাগ ) বা অসীম ( জলতলের উপরিভাগ ) দুই-ই হতে পারে ।

বিভিন্ন বস্তুর সমতল এবং অসম তলের সংখ্যা
ঘনকের তল সংখ্যা৬ টি
আয়তঘন এর তল সংখ্যা৬ টি
চোঙ বা বেলন এর সংখ্যা৩টি
গোলকের তল সংখ্যা১টি
শঙ্কুর তল সংখ্যা১টি
সাধারণ প্রিজমের তল সংখ্যা৫টি
 
ত্রিভুজাক্রিতি পিরামিড এর তল সংখ্যা৪ টি
 
এই পোষ্টের রিলেটেড পোস্ট
হোমপেজেএখানে ক্লিক করো

তল কাকে বলে FAQ

[sc_fs_multi_faq headline-0=”h2″ question-0=”তল কাকে বলে?” answer-0=”প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকেই ঘনবস্তুর তল বলা হয়।” image-0=”” headline-1=”h2″ question-1=”ঘনকের তল সংখ্যা কত?” answer-1=”৬ টি” image-1=”” headline-2=”h2″ question-2=”আয়তঘন এর তল সংখ্যা কত?” answer-2=”৬ টি” image-2=”” count=”3″ html=”true” css_class=””]