থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ছাত্র-জনতার আন্দোলনের সময় নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে চুরি হওয়া অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ২টায় সোনাইমুড়ী উপজেলার নাদোনা ইউনিয়নে এ অভিযান চালানো হয়। একটি শটগান ও ১৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজন হলেন সোনাইমুড়ী উপজেলার নাদোনা ইউনিয়নের শাকতলা বাজার এলাকার সাইমুন (২০); তুহিন (২০) ও রায়হান (২০)। তারা তিন বন্ধু।

জানা যায়, গত ৫ আগস্ট সোনাইমুড়ি থানায় ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা ওইদিন থানা থেকে এসব আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত ২টায় ক্যাপ্টেন অর্ণবের নেতৃত্বে একটি দল নাদোনা ইউনিয়নে অভিযান চালিয়ে তিন বন্ধুকে আটক করে এবং লুট করা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় হামলা করে পুড়িয়ে দেয়া হয়। এরপর থানা থেকে বিভিন্ন অস্ত্র লুট করা হয়। পরে, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশিরভাগ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হলেও কিছুর হিসাব পাওয়া যায়নি। সাইমুনের বাড়িতে পাওয়া অস্ত্র ও গোলাবারুদগুলো গত ৫ আগস্ট থানায় লুট করা অস্ত্র।

নোয়াখালী সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছে। তাদের আগ্নেয়াস্ত্রসহ সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • অস্ত্র
  • গ্রেফতার
  • নোয়াখালী
  • সোনাইমুড়ি
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।