দিনাজপুর সীমান্তে ১৫ জনকে পুশ ইন – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



দিনাজপুরে বিরামপুর সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ১৫ জন জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অচিন্তপুর সীমান্তের ২৯৫/১ এস নম্বর সীমানা পিলার এলাকায় হঠাৎ আলো নিভিয়ে দেয় বিএসএফ। এ সময় সেখানে বিজিবি সদস্যরা নিয়মিত টহলে ছিলেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ১৫ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেন। পরে বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের আওতায় অচিন্তপুর বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। আটক ১৫ জনের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ, বাকিরা শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই নড়াইলের বাসিন্দা বলে জানিয়েছেন।

ওপারে লাইট নিভিয়ে পুশ ইনের চেষ্টা, এপাড়ে টর্চ জ্বালিয়ে পাহারায় গ্রামবাসীওপারে লাইট নিভিয়ে পুশ ইনের চেষ্টা, এপাড়ে টর্চ জ্বালিয়ে পাহারায় গ্রামবাসী আটককৃতদের দাবি, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর কয়েকজনের কাছ থেকে ব্যবহৃত মুঠোফোন ও নগদ অর্থ কেড়ে নেন বিএসএফ সদস্যরা।

বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম বলেন, ওই ১৫ জন বর্তমানে অচিন্তপুর বিওপি ক্যাম্পে অবস্থান করছেন। তাদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • দিনাজপুর
  • পুশ ইন
  • সীমান্ত
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।