দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দুই লাখ ইভিএম কিনবে ইসি

Featured Image
PC Timer Logo
Main Logo

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সাত হাজার কোটি টাকায় ইসির দুই লাখ ইভিএম কেনার প্রস্তুতি নিয়েছে। এবারের এই নির্বাচন জাঁকজমকভাবে হওয়াতে এসির এই সিদ্ধান্ত। ইসি জানিয়েছে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৭ হাজার কোটি টাকার নতুন প্রকল্পে ব্যস্ত নির্বাচন কমিশন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় ৭ হাজার কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে ইসি। এর আওতায় কেনা হবে দুই লাখ ইভিএম। বর্তমান নির্বাচন কমিশনের হাতে যে দেড় লাখ ইভিএম আছে, তা দিয়ে ভোট করা যাবে ৭০ থেকে ৭৫টি আসনে।

সেজন্য এসি নতুন করে দুই লাখ ইভিএম কিনবে। গত বছর একেকটি ইভিএম দুই লাখ পাঁচ হাজার টাকায় সরবরাহ করেছিল সেনাবাহিনীর প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। তবে এবার দাম কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে অন্যান্য খরচ মিলিয়ে প্রকল্প ব্যয় প্রায় সাত হাজার কোটি টাকারও বেশি।

কমিশনের আশা ভোটের আগেই বাকি দুই লাখ ইভিএম সরবরাহ করবে বিএমটিএফ। নির্বাচন কমিশন বলছে, প্রকল্প বাস্তবায়ন হলে, দেড়শো আসনে ভোট হবে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে

আরো পড়ুনঃ

এর আগে স্থানীয় ও জাতীয় নির্বাচনে যেসব জায়গায় ইভিএম এ ভোট হয়েছিলো। আগামী নির্বাচনে সেসব জায়গায় ভোট হবে এই মেশিনে। সেই সাথে ইভিএম’র ভোটে গুরুত্ব পাবে শহর এলাকা। তবে এই অল্প সময়ে দেড়শো আসনের জন্য ইভিএম সংগ্রহই এখন ইসির সামনে বড় চ্যালেঞ্জ।