
প্রতীকী ছবি
এক মহিলাকে রাস্তা থেকে টেনে প্রতিবেশীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাকে মারধর করে সেখানে ফেলে রাখা হয়। পরে হাত-পা বেঁধে যৌনাঙ্গে মরিচের গুঁড়া ঢেলে দেওয়া হয়। এ নির্যাতনে ওই নারী সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত সোমবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গলদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে অমানবিক নির্যাতনের শিকার ওই নারীর স্বামী মঙ্গলবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে ওই নারীর স্বামী জানান, জমি নিয়ে তার স্ত্রীর বোন ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছে। এ কারণে তার স্ত্রীকে প্রতিপক্ষের হাতে চরম নির্যাতন করা হয়।
নির্যাতনের শিকার ওই ছাত্রী জানান, বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে প্রতিবেশী এক নারীর বাড়িতে নিয়ে মারধর করে। পরে তার হাত-পা ওড়না দিয়ে বেঁধে যৌনাঙ্গে গোলমরিচের গুঁড়া দিয়ে দেয়। তখন মনে হলো সে মারা যাচ্ছে। এরপর আর কিছুই মনে নেই তার।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ওই নারীকে দেখতে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।