পানামা খাল দখল ও মঙ্গলে নভোচারী পাঠানোর ঘোষণা ট্রাম্পের – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদ। স্থানীয় সময় আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) শপথ নেন তিনি। এরপর অভিষেক বক্তব্যে মেক্সিকো উপসাগরের নাম বদলানো ও পানামা খাল দখলের ঘোষণা দেন ট্রাম্প।

পানামা খালের নিয়ন্ত্রণ পানামার কাছে দেওয়ার সিদ্ধান্তকে ‘বোকামি’ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, এমন বোকার মতো উপহার কখনোই দেওয়া উচিত না। তারা (পানামা) আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে।

এই খাল দিয়ে চলাচল করা মার্কিন সামরিক-বেসামরিক সব জাহাজের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এখন চীন পানামা খাল পরিচালনা করছে। আমরা চীনকে এই খাল দেইনি, পানামাকে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা এটি আবার ফেরত নেব।

এছাড়া যুক্তরাষ্ট্রের সীমানা বাড়ানোর ও মঙ্গলগ্রহে মার্কিন নভোচারী পাঠানোর ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা মহাবিশ্বে আমাদের ভাগ্য অনুসরণ করব। মঙ্গল গ্রহে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করব। এই ঘোষণার পর হাত উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্পেসএক্সের সিইও ইলন মাস্ক।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আবার নিজেকে একটি বর্ধমান জাতি হিসেবে দেখতে পাবে। আমাদের সম্পদ ও সীমানা বাড়াতে হবে।

 

 

  • ঘোষণা
  • ট্রাম্প
  • পানামা খাল দখল
  • মঙ্গলে নভোচারী পাঠানো
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।