পিএসএল ২০২৫ প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য মুলতানের বিশেষ উপহার

Featured Image
PC Timer Logo
Main Logo

মুলতান সুলতানস

ফিলিস্তিনে চলা হত্যাযজ্ঞের প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে। ইসরায়েলের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিশুরা। বিশ্বজুড়ে এই শিশুদের জন্য চলছে প্রার্থনা, পাঠানো হচ্ছে ত্রাণও। এবার পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসও যোগ দিল সেই দলে। দলটি ঘোষণা দিয়েছে, চলমান পিএসএলে দলের কেউ ছক্কা মারলে ও উইকেট নিলে প্রতিটির বিনিময়ে গাজার শিশুদের কাছে পৌঁছে যাবে লাখ রুপির সাহায্য।

এবারের আসরের প্রথম ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হওয়ার সময় গাজার শিশুদের সাহায্যের ঘোষণা দেন অধিনায়ক রিজওয়ান, ‘মুলতান সুলতানসের পক্ষ থেকে আমরা একটা ঘোষণা দিতে চাই। আমাদের কোনো ব্যাটার ছক্কা মারলে কিংবা বোলার উইকেট নিলে আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের কিছু সহায়তা করব।’

রিজওয়ানের পাশাপাশি মুলতানের মালিক আলি তারিনও এক ভিডিও বার্তায় এই সাহায্যের ব্যাপারে নিশ্চয়তা দেন, ‘আমাদের খেলোয়াড়রা নিজ উদ্যোগেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কোনো ব্যাটার ছক্কা মারলে ও বোলার উইকেট পেলে প্রতিটির বিনিময়ে ১ লাখ পাকিস্তানি রুপি দান করব ফিলিস্তিনি শিশুদের জন্য কাজ করা দাতব্য সংস্থাগুলোতে।’

মুলতানের এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে। অনেকে ধারণা করছেন, মুলতানের মতো উদ্যোগ নিতে পারে অন্য ৫ ফ্র্যাঞ্চাইজিও।

banglanewsbdhub/এফএম

গাঁজা
পিএসএল ২০২৫
ফিলিস্তিন
মুলতান সুলতানস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।