
বরিশাল নগর বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বুধবার (৮ জানুয়ারি) রাতে নগরীর দুই নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা ঘরে ঢুকে জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল হক লিটু ও সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেনের বাসায় এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ক্ষমতাচ্যুত বিএনপি নেতারা ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করবেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ভয় দেখানোর জন্য মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের প্ররোচনায় এ হামলা চালানো হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাতে শহরে হামলার প্রতিবাদ জানায়। তবে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানান, তারা ঢাকায় আছেন। হামলার কথা শুনেছেন।
তবে ওই এলাকার নবজাগরণ ক্লাবে মাদক ব্যবসার এই ঘটনা ঘটেছে এবং এর দায় তাদের ওপর চাপানোর চেষ্টা চলছে।
সৈয়দ আকবর জানান, রাত সাড়ে ৮টার দিকে ৮-১০টি মোটরসাইকেলে ২০ জনের বেশি যুবক তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে জানালা ও আসবাবপত্র ভেঙে দেয়। তারা ৫-৭ মিনিট আক্রমণ করে চলে যায়।
আকবর তখন বাড়িতে ছিলেন না। এরপর হামলাকারীরা আকবরের বাড়ি থেকে বের হয়ে প্রায় এক কিলোমিটার দূরে একই পাড়ায় জহিরুল হক লিটুর বাড়িতে ভাঙচুর চালায়। লিটু রাজধানীতে আছেন।