বরিশালের বানারীপাড়ায় প্রায় দুই কোটি টাকা আদায়ে তিন দিনব্যাপী পৌর কর্মমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বায়েজিদুর রহমান মেলার উদ্বোধন করেন।
এ সময় পৌর ব্যবস্থাপনা সহায়তা কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা
মোঃ ফকরুল ইসলাম মৃধা, বানারীপাড়া থানার ওসি ডা. মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
এ ছাড়া পৌর ব্যবস্থাপনা সহায়তা কমিটির সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সরদার, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন আখতার, সহকারী প্রকৌশলী মো. মহাসিন রেজা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বানারীপাড়া পৌরসভার প্রায় দুই কোটি টাকা পৌর কর পাওনা রয়েছে। ফলে সড়ক-কালভার্ট, ব্রিজ-কালভার্ট ও ড্রেন-ডাস্টবিন উন্নয়ন-সংস্কারসহ পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে অমানবিক জীবনযাপন করছেন। নিয়মিত বেতন। ১৫ শতাংশ ছাড়ে বকেয়া আদায়ের লক্ষ্যে ৩ দিনব্যাপী এই পৌর কর মেলার আয়োজন