মানিকগঞ্জে নিজ বাড়িতে ক্যানসার আক্রান্ত নারীকে গলাকেটে হত্যা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় লায়লা আরজু নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লায়লা আরজু (৬২) বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নিহতের স্বামী সেকেন্দার আলী বলেন, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে ঘরে রেখে সকাল ৭টার দিকে বাজার করতে বের হই। বাসায় এসে আমার স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখি।

ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা লায়লাদের বাড়িতে তার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ডিবি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রহস্য উদঘাটনের চেষ্টা করছেন বলে জানান তারা। এদিকে ঢাকা থেকে সিআইডির ক্রাইমসিনের একটি টিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য ঘটনাস্থলে আসবেন।

  • ক্যানসার আক্রান্ত
  • নারী
  • মানিকগঞ্জ
  • হত্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।