![](https://jathasomoy.com/wp-content/uploads/2024/12/clash0326.jpg)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার বিকেলে লতাবদী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রামকৃষ্ণদী বাজারে তিনটি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়।
স্থানীয়রা জানান, লতাবদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার শামসুদ্দিন খান খোকন ও একই ওয়ার্ডের সাবেক মেম্বার শাহ আলীর মধ্যে বিরোধ চলে আসছে। ফলে শামসুদ্দিন খান খোকনের লোকজন শাহ আলীর লোকজনের ওপর হামলা চালায়, দোকানপাট ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় আহত হয়েছেন ১০ জন। এতে মরিয়ম, শিশু মোল্লা (৫০) ও সজীব আটকা পড়েন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য শাহ আলী বলেন, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজদিখান মারকাজ মসজিদে ছিলাম। পরে লড়াইয়ের কথা জানতে পারি।
এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, জনতার কাছে শুনেছি খোকন মেম্বার শাহ আলী সদস্যদের ওপর হামলা করেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।’