
ধামরাইয়ে শিশুকে গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
উপজেলার বড় চানরাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম (৫০)কে আটক করা হয়েছে। তিনি মৃত আফসার মিস্ত্রীর ছেলে। গত শনিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষনের কথা স্বীকার করে গ্রেফতারকৃত সাইফুলকে আজ আদালতে পাঠানো হয়েছে।
ধামরাই থানার এসআই আবদুর রহমান জানান, আশুলিয়ায় একটি বাসা ভাড়া নিয়ে একটি পোশাক কারখানায় কাজ করেন এক ব্যক্তি। এক বছরের শিশু ও স্ত্রীকে বাড়িতে রেখে শনিবার রাতের শিফটে কাজে যান তিনি। এ সময় সাইফুল ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে।
এরপর এক বছরের শিশু শিশুর গলায় ধারালো অস্ত্র চেপে গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সাইফুল পালিয়ে যায়। পরদিন গৃহবধূর স্বামী ধামরাই থানায় অভিযোগ দিলে পুলিশ রোববার রাতে সাইফুলকে আটক করে।