ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২২:১৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ২২:২৮
রংপুর: সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে নগরীর সেন্ট্রাল রোডস্থ ডাক অফিসের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
পুলিশ কমিশনার জানান, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। এ ছাড়া তার বিরুদ্ধে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডাক অফিসের গলির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাবেক মন্ত্রী নুরুজ্জামান লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ছিলেন। তিনি লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয়বার নির্বাচিত হয়ে একই দফতরের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বাংলানিউজবিডিহাব/এইচআই