হাজারীবাগে ইডেন কলেজের ছাত্রীর মরদেহ উদ্ধার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হোস্টেলের এক রুমের সিলিং ফ্যান থেকে পুষ্পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

পুলিশ জানায়, পুষ্পিতা ঢাকার ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। হাজারীবাগের রোডের মহিলা হোস্টেলে থাকতেন তিনি। সেখানে একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।

পরে অন্য ছাত্রীরা তাকে ঝুলন্ত দেখতে পেয়ে হোস্টেল কর্মচারীদের খবর দেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাক পাড়ায়।

 

  • ইডেন কলেজ
  • উদ্ধার
  • ছাত্রী
  • মরদেহ
  • হাজারীবাগ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।