১ বিলিয়ন সমান কত

Featured Image
PC Timer Logo
Main Logo

১ বিলিয়ন সমান কত: অনেকেই অনলাইনে প্রশ্ন করেছেন, এক বিলিয়ন সমান কত? কিন্তু এক বিলিয়ন হিসাব করতে গেলে অনেকে হিসাব করতে পারবেনা। কারণ সংখ্যাটা ছোট নয়। তাই হঠাৎ করে যে-কেউ হিসাব করে বের করতে পারবে না। এজন্য আমরা উপায় বের করেছি যে, সহজে কিভাবে ১ বিলিয়ন সমান কত সহজ পদ্ধতিতে বের করার।

এক বিলিয়নঃ এক বিলিয়ন বের করতে গেলে আমাদের প্রথমে মিলিয়ন আসতে হবে।

তাহলে,

বিনিয়ন থেকে মিলিয়ন

১ বিলিয়ন= ১০০০ মিলিয়ন

এখন আমরা মনে করি, ১ বিলিয়ন সংখ্যাটিকে লাখে নিয়ে আসলে আপনাদের বুঝতে সহজ হবে।

মিলিয়ন থেকে লাখ

১ বিলিয়ন= ১০০০ মিলিয়ন

১ মিলিয়ন = ১০ লাখ (১০,০০০০০)

১ বিলিয়ন = ১০,০০০০০ X ১০০০

= ১০০,০০০০০০০ (১০০ কোটি = ১ বিলিয়ন)

তাহলে অবশেষে পেলাম ১০০ কোটিতে হয় এক বিলিয়ন। অর্থাৎ ১ এর পেছেনে ৯টা শূণ্য দিলে সংখ্যাটি হবে ১ বিলিয়ন।