স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫ ০৯:২২
আইপিএলে তার রেকর্ডের কমতি নেই। মহেন্দ্র সিং ধোনি এই ‘বুড়ো’ বয়সেও করে যাচ্ছেন একের পর এক রেকর্ড। গত রাতে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছুঁলেন আরেকটি মাইলফলক। টুর্নামেন্টের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ডিসমিসাল করার অনন্য কীর্তি গড়লেন তিনি।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথমে ফিল্ডিংয়ে নেমেছিল চেন্নাই। জাদেজার বলে আয়ুস বাদানিকে স্ট্যাম্পিং করে আইপিএলের ক্যারিয়ারে ২০০তম ডিসমিসাল পূর্ণ করেন ধোনি। আর এতেই হয় নতুন ইতিহাস। এই টুর্নামেন্টের দীর্ঘ ১৮ বছরের ইতিহাসে প্রথম কোন ক্রিকেটার ২০০ ডিসমিসাল স্পর্শ করলেন।
স্ট্যাম্পিংয়ের পর পান্টের ক্যাচও ধরেন ধোনি। এখন পর্যন্ত আইপিএলে ধোনির ডিসমিসাল সংখ্যা ২০১। এর মধ্যে কিপার হিসেবে ক্যাচ নিয়েছেন ১৫১টি, স্ট্যাম্পিং ৪৬টি। এছাড়া আউটফিল্ড ফিল্ডার হিসেবে ধোনি নিয়েছেন ৪টি ক্যাচ।
ডিসমিসালের দিক দিয়ে ধোনির সবচেয়ে কাছে আছেন দিনেশ কার্তিক। তার আছে ১৮২ ডিসমিসাল। এর পরেই আছেন ১২৬ ডিসমিসাল করা এবি ডি ভিলিয়ার্স। ১১৮ ডিসমিসাল নিয়ে ঋদ্ধিমান সাহা আছেন তৃতীয় স্থানে। ১১৬ ডিসমিসাল নিয়ে চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি। কোহলি ছাড়া উপরের তিন ক্রিকেটার অনেক আগেই বিদায় জানিয়েছেন আইপিএলকে।
রেকর্ড গড়ার দিনে ব্যাট হাতেও জাদু দেখিয়েছেন ধোনির। আগের কয়েক ম্যাচের বাজে ফর্মে দূরে ঠেলে ১১ বলে ২৬ রানের দুর্দান্ত এক ক্যামিওতে চেন্নাইকে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন ধোনি।
banglanewsbdhub/এফএম