অগ্নিকাণ্ড রোধে সরকারের পক্ষ থেকে ৫টি নির্দেশনা দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি এ নির্দেশনাসহ বিভাগ ও সংস্থাগুলোকে চিঠি দিয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ সারাদেশে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভাগ ও প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় চিঠিতে পাঁচ দফা নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো-
এক. কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের টহল জোরদার করতে হবে। কোন সন্দেহজনক কার্যকলাপ অবিলম্বে নিরাপত্তা কর্মীদের রিপোর্ট করা উচিত. দুই. অফিস ত্যাগের পূর্বে অফিসের সকল বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে অফিস প্রধানগণ যথাসময়ে অফিস ত্যাগ করবেন। তিন. ডিউটি নাইট ওয়াচম্যানরা ভবনের আশেপাশে সার্বক্ষণিক টহল দেবে। চার. সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সকল অফিসের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেবেন। পাঁচ. কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলার কারণে কোনো দুর্ঘটনা ব্যক্তিগত দায় বলে বিবেচিত হবে।
প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভবনের চারটি তলা পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রাথমিক প্রতিবেদনে বলেছে, বৈদ্যুতিক ‘লুজ কানেকশন’ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।