অধিনায়কত্বকে বাড়তি সুযোগ মনে করছেন লিটন

Featured Image
PC Timer Logo
Main Logo

জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন তিনি। তবে লিটনের কাঁধে নেতৃত্বভাড় দেওয়া নিয়ে প্রশ্নও আছে।

অনেকদিন ধরেই ব্যাট হাতে রান নেই। সর্বশেষ সিরিজে তিন ম্যাচে ৭০ স্ট্রাইকরেটে করেছেন মাত্র ১৭ রান। সর্বশেষ ২৪ ইনিংসে ফিফটি মাত্র ১টি। এমন বিবর্ণ পারফরম্যান্স নিয়ে দলে জায়গা নিয়েই প্রশ্ন, কিন্তু তাকেই দেওয়া হলো অধিনায়কত্ব। নেতৃত্বের চাপে আরও কাতর হবেন না তো লিটন?

লিটন অবশ্য বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। অধিনায়কত্ব পাওয়াটা তার রানে ফেরার সহায়কও হতে পারে, এমনটি ভাবছেন তিনি।

আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজ থেকে শুরু হবে লিটনের দায়িত্ব। সেই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আজ সোমবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

তার ফাঁকে অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলন করেছেন লিটন। বলেছেন, ‘চাপের কিছু নেই। অধিনায়ক যখন ছিলাম না, তখনও খারাপ করেছি। এখনও এমন না যে, অধিনায়ক হলে আবার খারাপ করব। এটা বাড়তি সুবিধা হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ এসেছে… সবাই বিশ্বাস করি, যে ইতিবাচকভাবে চিন্তা করে তার এক-দুই দিন পর হলেও ফল আসে। আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন ফলটা আমার দিকে নিয়ে আসতে পারি।’

‘অধিনায়কত্ব ছাড়াও তো খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়ে আসছি, বিপরীত জিনিসও হতে পারে যে, এখন থেকে ভালো খেলতেও পারি। যেটা বললাম ইতিবাচক-নেতিবাচক দুইটা জিনিসই থাকবে কিন্তু (অধিনায়কত্বে) ওইভাবে আমার রোল মডেল নেই যে যাকে আমি ফলো করব।’- যোগ করেছেন ৩০ বছর বয়সী ক্রিকেটার।

গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়েছিলেন। পরে দলে ফিরে এক সেঞ্চুরিসহ ১১ ম্যাচ রান করেছেন ৩৬৮। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৬ ম্যাচে করেছেন ২৩৭ রান

লিটনের বিশ্বাস ফর্মে ফিরে দলকে সাহায্য করতে পারবেন তিনি, ‘সবশেষ মনে হয় ডিসেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছি। হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করছিলাম। আমার ব্যাটে রান হচ্ছিল না। এরপর বিপিএল, ডিপিএলে আমি চেষ্টা করেছি। ক্রিকেটার হিসেবে আমি এটুকুই বলতে পারি, যেকোনো ক্রিকেটার সর্বোচ্চ তার চেষ্টাই করতে পারে।’

‘কিছু কিছু সময় থাকে এমন যে অনেক চেষ্টা করেও হয়তো ফল পায় না। অন্য দিকে এমনও হয়, কোনো ক্রিকেটার এক-দুইটা সিরিজ খারাপ খেলে, আবার কামব্যাক করে। আমিও ওই চেষ্টাই করব। আমার যে খেলার ধরন, আমি যে ধরনের ক্রিকেটার, সেটা যেন বাংলাদেশকে দিতে পারি। আমি পারফর্ম করল বাংলাদেশ টিমেও সাহায্য হবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।