অনলাইনে পাওয়া যাবে হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকেট

Featured Image
PC Timer Logo
Main Logo

জাতীয় দলের অনুশীলনে হামজা চৌধুরী

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। কিন্তু ঘরের মাঠে তাকে সামনাসামনি খেলতে দেখার অপেক্ষায় দেশের ফুটবল প্রেমীরা। সেই অপেক্ষাও ফুরাচ্ছে শীঘ্রই। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই ঘরের মাঠে অভিষেক হবে তার, সব ঠিকঠাক থাকলে।

আসন্ন ম্যাচটা সংস্কার কাজ চলমান জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা বাফুফের। সেই উপলক্ষে আজ (বৃহস্পতিবার) বাফুফের কম্পিটিশন কমিটি বৈঠকে বসেছিল। উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও। সভা শেষে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, নতুন মাঠে দর্শক ফেরাতে সব চেষ্টাই তারা করবেন। তিনি বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এজন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।’

হামজার ঘরের মাঠে অভিষেক ম্যাচের টিকেট অনলাইনে বিক্রির পরিকল্পনাও আছে বাফুফের। এ নিয়ে আউয়াল বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলাইনে টিকিট বিক্রি করছে। বাফুফেও সেই পথে হাটতে চায়, ‘আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের আগে একটি প্রস্ততি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আগামী ৫ জুন ম্যাচটি আয়োজনের পরিকল্পনা বাফুফের। সেই ম্যাচে হামজার খেলার সম্ভাবনা আছে।

banglanewsbdhub/জেটি

এশিয়ান কাপ বাছাইপর্ব
বাফুফে
বাংলাদেশ জাতীয় ফুটবল দল
হামজা চৌধুরী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।