অনুপস্থিতির জন্য ছুটির আবেদন ১০০% সঠিক নিয়মে

Featured Image
PC Timer Logo
Main Logo

অনুপস্থিতির জন্য ছুটির আবেদনঃ কিভাবে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করতে হয় বা জমা দিতে হয় এটি অনেকেই অনলাইনে প্রশ্ন করেছেন। আজ ১০০% সঠিক নিয়মে ছুটির জন্য আবেদন পত্র লেখা শিখব।

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

তারিখ: ০৯/০৪/২০২১
বরাবর
প্রধান শিক্ষক
( যে বিদ্যালয়ের পড় তার নাম, থানা, জেলা।)
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদয়ালয়ের (যে শ্রণীতে পড় ৭ম,৮ম,৯ম,১০ম) শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি গত (০-০-০ থেকে ০-০-০) তারিখ পর্যন্ত (৪দিন-যে কয়দিন হয়েছে) দিন আমার শারীরিক অসুস্থতার কারনে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার উক্ত অসুস্থতার কথা মানবিক বিবেচনা করে আমাকে (৪দিন – যে কয়দিন বিদ্যালয়ে অনুপস্থিত) দিনের ছুটি দানে জনাবের নিকট মর্জি প্রার্থনা করছি।
বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
ছাত্র বা ছাত্রির নাম
১০ম শ্রেনি
বিভাগ: মানবিক
রোল নং ০১

অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

অফিসে আপনারা কিভাবে অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত করবেন সেটির নমুনা দেখে নেয়া যাক।

অফিসের জন্য ছুটির আবেদন চাওয়ার নমুনা-

তারিখ

বরাবর

অফিস কর্তৃপক্ষ

অফিসের নাম

ঠিকানা

বিষয়ঃ অনুপস্থিত জনিত কারণে ছুটি মঞ্জুর করার জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে,  আমি আপনার কোম্পানির একজন নিয়মিত সদস্য। আমি হঠাৎ করে অসুস্থতার কারণে গত ১৩-০৯-২২ ইং তারিখ হতে ১৫- ০৯-২২ ইং তারিখ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ি। যার কারণে আমি গত তিনদিন অফিসে উপস্থিত হতে পারিনি।

অতএব বিনীত নিবেদন এই যে, আমাকে অনুগ্রহপূর্বক তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক,

মোঃ কামাল হোসেন।