টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসেছে বাংলাদেশেই। ঢাকার কিংস অ্যারেনায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে গোলবন্যায় ভাসিয়ে জিতল বাংলাদেশের নারীরা। লংকান মেয়েদের ৯-১ গোলে গুঁড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ।
লংকান মেয়েদের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পুরোটা সময়জুড়েই প্রতিপক্ষের রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেয়নি বাংলাদেশ। হ্যাটট্রিক পেয়েছেন মোসাম্মৎ সাগরিকা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। এরপর লংকানদের জালে আরও ৮বার বল জড়িয়েছে বাংলাদেশ।
সাগরিকা পেয়েছেন তিন গোল। মুনকি আক্তার পেয়েছেন জোড়া গোল। একটি করে গোল পেয়েছেন স্বপ্না, শিখা, রুপা ও শান্তি। বাংলাদেশের ৯ গোলের ৬টি হয়েছে দ্বিতীয়ার্ধে।
৯০ মিনিটের মাথায় সান্ত্বনার গোল পায় শ্রীলংকা। দলের একমাত্র গোলটি আসে লাইয়ানশিকার পা থেকে। শেষ পর্যন্ত ৯-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এবারের সাফের দ্বিতীয় ম্যাচে ১৩ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ১৫ ও ১৭ জুলাই বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। ১৯ জুলাই আবার শ্রীলংকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২১ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশে প্রতিপক্ষ নেপাল।