পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সারাদেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কোনো জাদু নেই। সবাই জানে পুলিশ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, সারাদেশে চুরি, ডাকাতি, খুন বন্ধে পুলিশের কোনো জাদু নেই। আমরা চেষ্টা করছি ছাত্রদের সাহায্য চাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
এছাড়া সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান আইজিপি। তিনি বলেন, এ বিষয়ে এখনো গুরুতর কিছু পাওয়া যায়নি।
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী মানুষ দেখতে চায়নি। তিনি বলেন, ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে এত প্রাণহানি হতো না।