অপ্রতিরোধ্য রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

Featured Image
PC Timer Logo
Main Logo

বয়স তার ৪০ পেরিয়েছে আগেই। এই ‘বুড়ো’ বয়সেও অবশ্য আগের মতোই অদম্য ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনো যে মাঠে সমান দাপট তার, সেটা আবার বুঝিয়ে দিলেন সিআর সেভেন। পর্তুগিজ ক্লাব রিও এভের বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদোর দুর্দান্ত এক হ্যাটট্রিকেই ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে আল নাসর।

এস্তাদিও আলগারভে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের পুরোটা সময় দাপট ছিল আল নাসরেরই। ১৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন সিমাকান।

এরপর পুরো সময়টাই ছিল রোনালদোময়। হাফ টাইমের ঠিক আগে নিজের প্রথম গোল করেন সিআর সেভেন। দ্বিতীয়ার্ধের ৬৩ ও ৬৮ মিনিটে আরও দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।

নিজের ক্যারিয়ারে এটি রোনালদোর ৬৭ তম হ্যাটট্রিক। পেশাদার ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়াল রেকর্ড ৯৩৮ এ।

রোনালদো জাদুতেই শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।