[]
ছবি: সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন
অবশেষে বদলি। তিনি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। জেলা প্রশাসনের এক অফিস আদেশ পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা স্বাক্ষরিত পত্র অনুসারে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা হিসেবে বদলি করা হয়েছে। তিনি বদলিকৃত পদে যোগদানের জন্য –04 বিকালে তার বর্তমান পদ থেকে অব্যাহতি পান। তিনি সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের কাছে তার দায়িত্ব হস্তান্তর করবেন।
এ প্রসঙ্গে আল মামুন শুক্রবার বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে সদরপুরের ইউএনও পদ থেকে অপসারণের আদেশ পেয়েছি। গত বুধবার চিঠিতে স্বাক্ষর করা হয়। আমি আজ রাতেই গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেব।’
গত বুধবার ‘আওয়ামী লীগ ফিরবে’ মন্তব্য করে আল মামুনকে অভিযুক্ত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের আলোচনা সভায় এ অভিযোগ ওঠার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান ইউএনওকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আল মামুন। পরে তিনি জানান, গত ৩০ নভেম্বর সদরপুর উপজেলা কনফারেন্স হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। তারা সবাই জানে আমি কখনো এমন কিছু বলিনি। ওই ছাত্রনেতা (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান) কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ করলেন, আমি বুঝতে পারছি না।
[]
< href="https://BnglNewsBDHub.com/04//3/trnsfer-uno/"> >