অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

Featured Image
PC Timer Logo
Main Logo

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ শুধু ওয়ানডে খেলছিলেন। ওয়ানডে ফরম্যাটে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করতে পারেননি। এসব নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল, এর মধ্যেই অবসরের ঘোষণা দিয়ে দিলেন অভিজ্ঞ ক্রিকেটার।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করতে না পারা আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম কদিন আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। তারপর মাহমুদউল্লাহ কী করেন সেটাই ছিল আলোচনায়।

একদিন আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বিবৃতিতে বলা হয়েছিল, চুক্তিতে নাম না রাখার আহ্বান জানিয়েছেন মাহমুদউল্লাহ। তখন থেকেই মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন আরও ডালপালা মেলেছে। আজ সেই গুঞ্জন সত্য হলো।

বুধবার (১২ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ। লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।’

‘বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’-যোগ করেন তিনি।

অবসর বার্তার শেষ দিকে একটা আক্ষেপের কথাও বলতে চেয়েছেন মাহমুদউল্লাহ। লিখেছেন, ‘সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি…আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে অভিষেক মাহমুদউল্লাহর। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৩০টি। আর আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ২৩৯টি। ৩৬.৪৬ গড়ে ৫ হাজার ৬৮৯ রান করেছেন মাহমুদউল্লাহ। সেঞ্চুরি ৪টি, হাফ সেঞ্চুরি ৩২টি। পাশাপাশি বল হাতে ৮২ উইকেট নিয়েছেন ডানহাতি এই ক্রিকেটার।

banglanewsbdhub/এসএইচএস

মাহমুদউল্লাহ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।