অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোপা ডেল রের ফাইনালে রিয়াল

Featured Image
PC Timer Logo
Main Logo

১১৫ মিনিটে গোল করে রিয়ালকে জেতালেন রুডিগার

রিয়াল মাদ্রিদ মানেই যেন ফিরে আসার রূপকথার গল্প। কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে যেন সেই কথাটা আবারও মনে করিয়ে দিল ক্লাবটি। নাটকীয় এক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকেই ফাইনালে পা রেখেছে রিয়াল।

প্রতিপক্ষেরর মাঠে প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ মিনিটের মাথায় রিয়ালকে চমকে দিয়ে লিড নেয় সোসিয়েদাদ। মারিনের অ্যাসিস্টে বল জালে জড়ান অ্যান্ডার বারেনেটজা।

ম্যাচে ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি রিয়াল। ৩০ মিনিটে দলে স্বস্তি ফেরান এন্ড্রিক। ভিনিসিয়াসের পাসে বল পেয়ে দারুণ এক চিপে কিপারকে বোকা বানান এই ব্রাজিলিয়ান। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ, দুই লেগ মিলিয়ে রিয়াল এগিয়ে ২-১ ব্যবধানে।

৭২ মিনিটে আত্মঘাতী গোল করে সোসিয়েদাদকে ম্যাচে ফেরান ডেভিড আলবা। ৮০ মিনিটে গোল করে সোসিয়েদাদকে ফাইনালের পথে আরেকধাপ এগিয়ে দেন ওয়ারজাবাল।

তবে রিয়াল জাদু তখনও বাকি। ৮২ মিনিটে গোল করে অ্যাগ্রিগেটে সমতা ফেরান জুড বেলিংহাম। ৮৬ মিনিটে চুয়ামেনির গোল রিয়ালকে আবার লিড এনে দেয়। রিয়াল যখন ফাইনালে পৌঁছানোর উল্লাসের অপেক্ষায়, ঠিক তখনই আবার সোসিয়েদাদ ম্যাজিক।

৯৩ মিনিটে আচমকা এক গোলে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যান ওয়ারজাবাল। অতিরিক্তি সময়ের ১১৫ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে রিয়ালকে ফাইনালে নিয়ে যান রুডিগার। ম্যাচ ৪-৪ এ ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ এ এগিয়ে থেকেই ফাইনালে যায় রিয়াল।

আজ রাতে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ৪-৪ গোলে ড্র হয়েছে তাদের ম্যাচ। ২৬ এপ্রিল সেভিয়ার এস্তাডিও লা কারতুজা স্টেডিয়ামে হবে এবারের কোপা ডেল রের ফাইনা।

banglanewsbdhub/এফএম

কোপা ডেল রে
ফাইনাল
রিয়াল মাদ্রিদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।