অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টররা (এসআই) পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের সময় শৃঙ্খলাভঙ্গের জন্য তাদের বরখাস্ত করা হয়। রোববার (৫ জানুয়ারি) সকালে সচিবালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
সচিবালয়ের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অন্তত দুই শতাধিক মানুষকে। এ সময় কেউ কেউ ‘লাল-সবুজ বাংলায় বৈষম্যের কোনো অবকাশ নেই’ বলে স্লোগান দিচ্ছিলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত যারা অবস্থান করেছিলেন তাদের মধ্যে থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আলোচনা চলছে।
প্রসঙ্গত, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এআইআই পদে ৮৫৭ জনকে সুপারিশ করা হয়। তাদের মধ্যে ৮২৩ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মাঠ ও ক্লাসে বিশৃঙ্খলার কারণে 321 জন এসআইকে চার ধাপে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে 288 জন পুরুষ, 33 জন মহিলা।