অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

Featured Image
PC Timer Logo
Main Logo

অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ বুধবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বিসিবি সভাপতির।

জানা গেছে, ক্রিকেট বোর্ডের কাজে নয় বরং পারিবারিক কাজে অস্ট্রেলিয়া যাচ্ছেন আমিনুল ইসলাম। বেশ লম্বা সময়ের জন্যই অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। বিসিবি সভাপতির আবার দেশে ফেরার কথা ১৭ আগস্ট।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আমিুনল ইসলাম বুলবুল নিজেই। তবে বেশ কয়েকদিন দেশের বাহিরে থাকলেও এই সময়ে অস্ট্রেলিয়া থেকেই বোর্ডের বিভিন্ন বিষয় দেখভাল করবেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স-পরিবারে অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছেন বুলবুল। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার আগে আইসিসির গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছিলেন তিনি।

সেই সুবাদে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।