আইপিএলের অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে যারা

Featured Image
PC Timer Logo
Main Logo

অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে পুরান ও নুর

২২ মার্চের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে এবারের আইপিএল। ১০ দলের জমজমাট এই লড়াইয়ে শিরোপার পাশাপাশি অরেঞ্জ ও পার্পল ক্যাপ নিয়েও চলে যুদ্ধ। এবারের আইপিএলের শুরু থেকেই জমে উঠেছে সর্বোচ্চ রানউইকেট শিকারের লড়াই। এখন পর্যন্ত এই লড়াইয়ে এগিয়ে আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান ও চেন্নাই সুপার কিংসের নুর আহমেদ।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ব্যাটার পুরান প্রথম দুই ম্যাচেই রান পেয়েছেন। দিল্লির বিপক্ষে করেছেন ৩০ বলে ৭৫ রান। পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে করেছেন ২৬ বলে ৭০ রান। ২ ম্যাচে ১৪৫ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনিই আছেন সবার উপরে। সর্বোচ্চ ১৩টি ছক্কা ও সর্বোচ্চ ২৫৮.৯২ স্ট্রাইক রেটও পুরানের।

পুরানের পরেই আছেন গুজরাট টাইটানসের সাই সুদর্শন। ২ ম্যাচে তিনি করেছেন ১৩৭ রান। তৃতীয় স্থানে থাকা লক্ষ্ণৌর মিচেল মার্শ ২ ম্যাচে করেছেন ১২৪ রান। হায়দরাবাদের ট্রাভিস হেড ২ ম্যাচে করেছেন ১১৪ রান, আছেন চতুর্থ স্থানে। হায়দরাবাদের ওপেনার ইশান কিশান ২ ম্যাচে করেছেন ১০৬ রান

পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে চেন্নাইয়ের আফগান স্পিনার নুর আহমেদ। ২ ম্যাচে তিনি নিয়েছেন ৭ উইকেট। মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পেয়েছেন ১৮ রানে ৪ উইকেট। পরের ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট

এই তালিকার দুই নম্বরে আছেন লক্ষ্ণৌর শার্দুল ঠাকুর, ২ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। তৃতীয় স্থানে আছেন ২ ম্যাচে ৫ উইকেট নেওয়া বেঙ্গালুরুর জস হ্যাজলউড। চেন্নাইয়ের খলিল আহমেদ ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে। গুজরাটের সাই কিশোর ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে আছেন পঞ্চম স্থানে।

আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেনসে হবে এবারের আইপিএলের ফাইনাল।

banglanewsbdhub/এফএম

অরেঞ্জ ক্যাপ
আইপিএল ২০২৫
পার্পল ক্যাপ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।