স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২৫ ১১:৪০
২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে পর্দা উঠেছে এবারের আইপিএলের। ১০ দলের জমজমাট এই লড়াইয়ে শিরোপার পাশাপাশি লড়াইটা চলে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। এবারের অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে কোন দুই ক্রিকেটার এগিয়ে, চলুন দেখে নেওয়া যাক সেটাই।
আইপিএলের ১৮তম আসরের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ পারফর্ম করছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান। ৪ ম্যাচে তার রান ২০১। এই সময়ে তার স্ট্রাইক রেট ২১৮.৪৭, সর্বোচ্চ স্কোর ৭৫, গড় ৫০। এরই মধ্যে হাফ সেঞ্চুরি পেয়েছেন দুটি।
নিকোলাস পুরানের পর দ্বিতীয় স্থানে আছেন গুজরাট টাইটানসের সাই সুদর্শন। ৩ ম্যাচে তার রান ১৮৬। ৪ ম্যাচে ১৮৪ রান করে তার পরেই আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মিচেল মার্শ। ৪ ম্যাচে ১৭১ রানে চতুর্থ স্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। ৩ ম্যাচে ১৬৬ রানে ৫ম স্থানে আছেন গুজরাটের জস বাটলার।
এবারের আসরের শুরু থেকেই বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন চেন্নাই সুপার কিংসের আফগান স্পিনার নুর আহমেদ। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। নুরের গড় ১১.৮০, ইকোনমি ৭.৮৬। সেরা ফিগার ১৮ রানে ৪ উইকেট।
৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক। তার সেরা ফিরা ৩৫ রানে ৫ উইকেট। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে এর পরেই আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া। তার সেরা ফিগার ৩৬ রানে ৫ উইকেট।
৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ। তার সেরা ফিগার ২৯ রানে ৩ উইকেট। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে ৫ম স্থানে আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের শারদুল ঠাকুর। তার সেরা বোলিং ৩৪ রানে ৪ উইকেট।
আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেনসে হবে এবারের আইপিএলের ফাইনাল।
banglanewsbdhub/এফএম
অরেঞ্জ ক্যাপ
আইপিএল ২০২৫
নিকোলাস পুরান
নুর আহমেদ
পার্পল ক্যাপ