আইপিএলের পয়েন্ট তালিকায় কে কোথায়

Featured Image
PC Timer Logo
Main Logo

আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে বেঙ্গালুরু

২২ মার্চ কলকাতার ইদেন গার্ডেনসে পর্দা উঠেছে আইপিএলের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচের পর পেরিয়ে গেছে এক সপ্তাহ। ১০ দলের এই জমজমাট লড়াইয়ে পয়েন্ট তালিকায় কে কোথায় অবস্থান করছে, চলুন দেখে নেওয়া যাক সেটাই।

আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে কলকাতাকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে বিরাট কোহলির দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বেঙ্গালুরু।

ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিয়ে এখন পর্যন্ত আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে বেঙ্গালুরু। ৭টি ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট এখন ২। তাদের সবাইকে আলাদা করেছে রান রেট।

ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে গুজরাট টাইটানস।

ম্যাচ ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পাঞ্জাব সুপার কিংস। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দিল্লি ক্যাপিটালস। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ।

ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে চেন্নাই সুপার কিংস। ২ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ানস। ২ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে রাজস্থান রয়্যালস।

গ্রুপ পর্ব শেষে শীর্ষ ৪ দল যাবে প্লে-অফে। ২৫ মার্চ ইডেন গার্ডেনসে হবে এবারের আইপিএলের ফাইনাল।

banglanewsbdhub/এফএম

আইপিএল ২০২৫
পয়েন্ট তালিকা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।