আইপিএলে ২ বছর নিষিদ্ধ ব্রুক

Featured Image
PC Timer Logo
Main Logo

হ্যারি ব্রুক

আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের আঠারোতম আসর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই লিগের মেগা নিলাম অনুষ্ঠিত হয় গত বছরের নভেম্বরে। সেখান থেকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ইংল্যান্ডের হ্যারি ব্রুককে দলে টানে দিল্লি ক্যাপিটালস। কিন্তু জাতীয় দলের আসন্ন ব্যস্ততার কারণে আইপিএলের আগামী আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডানহাতি এই ইংলিশ ব্যাটার। সেই জেরে আগামী দুই আসরের জন্য আইপিএল থেকে ব্রুককে নিষিদ্ধ করেছে বিসিসিআই।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) ইসিবিকে এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। আইপিএলের আগামী দুই আসরে খেলা তো দূর, ড্রাফটেও নাম দিতে পারবেন না ব্রুক। আইপিএলের গত আসরেও চার কোটি রুপিতে দিল্লিতে খেলার কথা ছিল ব্রুকের। কিন্তু দাদী মারা যাওয়াতে গত আসরেও দেখা যায়নি তাকে।

মূলত আইপিএলের জন্য বিসিসিআইয়ের নতুন নিয়মের জন্যই নিষিদ্ধ হয়েছেন ব্রুক। নিলামের আগেই সবাইকে জানিয়ে দেয়া হয়, নিলামে রেজিষ্ট্রেশন করার পর কোনো ক্রিকেটার দল পেলে টুর্নামেন্ট শুরুর আগে দল থেকে নাম সরাতে পারবেন না। আর যদি কেউ প্রত্যাহার করেন, সেক্ষেত্রে দুই বছরের জন্য বন্ধ হয়ে যাবে তার আইপিএলের দুয়ার।

ব্রুকও টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট দিয়ে জানান, জাতীয় দলকে প্রাধান্য দিতে চাচ্ছেন তিনি। যে কারণে আইপিএল থেকে সরে দাঁড়াতে চান। ২০২৩ সালের আইপিএলে অভিষেক হয়েছিল তার, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। সেই আসরে ১১ ইনিংসে এক সেঞ্চুরিতে ১৯০ রান করেন তিনি।

banglanewsbdhub/জেটি

আইপিএল ২০২৫
দিল্লি ক্যাপিটালস
হ্যারি ব্রুক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।