আড়াইহাজারে কৃষকলীগের মিছিল – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝটিকা মিছিল করেছে কৃষকলীগ। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার খাককান্দা ইউনিয়নে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার সমর্থকরা এই মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন একই ইউনিয়নের হাবিবুর রহমান মোল্লার সমর্থক হান্নান মিয়া ও রুবেল হোসেন।

জানা যায়, কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫৩ বছর উপলক্ষ্যে এই মিছিল করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার আড়াইহাজারের সমর্থকরা। ঝটিকা মিছিলের একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খাককান্দা ইউনিয়নে ঝটিকা মিছিল করেছে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি।

  • আড়াইহাজার
  • কৃষকলীগ
  • মিছিল
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।