জয়পুরহাটে নিজ বাড়ি থেকে এক পোশাক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে আরাফাত নগরে নিজ বাসার বেডরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনরা।
নিহত ওয়াকিল আহমেদ অনিক (৩২) একজন পোশাক ব্যবসায়ী। তিনি জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নবনিযুক্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের একমাত্র ছেলে। শহরের প্রধান সড়কে সিগনেচার প্লাস নামে একটি কাপড়ের দোকান রয়েছে তার।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট ছাত্রদের গণঅভ্যুত্থানের পর জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাদের বাসায় ছিলেন ওয়াকিল আহমেদ অনিক। ব্যবসার পাশাপাশি তিনি তার বাবার পরিবহন ব্যবসাও দেখাশোনা করতেন। আত্মগোপনে থাকার পর মটর শ্রমিক নেতা রফিকুল ইসলাম মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর আরাফাত নগরে নিজ বাড়িতে আসেন। ছেলে অনিক নিজেই এসে ঘরের দরজা খুলে দেয়।
আজ বুধবার সকাল ১০টার দিকে কাজের মেয়ে বাসায় এসে অনিকের ঘরে ডেকে নেয়। তিনি ঘর থেকে বের হচ্ছেন না দেখে গৃহকর্মী ঘরে ঢুকে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে। এ সময় অনিকের বাবা ও বাড়ির ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত লাশ নামিয়ে দেওয়া হয়।
প্রতিবেশী এক তরুণ বলেন, অনিক ভাই খুব ভালো মানুষ ছিলেন। কেন সে আত্মহত্যা করেছে আমি জানি না। আত্মগোপনে থাকার পর গতকাল (মঙ্গলবার) রাতে অনিক ভাইয়ের বাবা রফিকুল ইসলাম চাচা বাসায় আসেন। রাতে বাড়ির দরজা খুললেন অনিক ভাই। আজ সকালে অনিক ভাইয়ের নিথর দেহ দেখতে পাবো তা কখনো ভাবিনি।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ছেলে ওয়াকিল আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।