এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১
বহু বছর ধরে শোবিজে কান পাতলেই শোনা যেত প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মেহজাবীন। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে। যতবারই বিনোদন সাংবাদিকরা তাদের দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন, ততবারই তারা তা এড়িয়ে গেছেন। যদিও শোবিজের অনেকেই তাদের প্রেম-ভালোবাসা সম্পর্কে অবগত ছিলেন।
অবশেষে সকল গুঞ্জন, রটনার অবসান ঘটতে যাচ্ছে। প্রেমকে পরিণয়ে রূপ দিচ্ছেন মেহু-রাজিব জুটি। তাদের বিয়ে ২৪ ফেব্রুয়ারি। এর আগে ২৩ ফেব্রুয়ারি গায়ে হলুদ।
গণমাধ্যমকে মেহজাবীনও তার এই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায়, কখন কী অনুষ্ঠান, এসব বিষয়ে কিছুই জানাতে চাননি। এদিকে মেহজাবীন–রাজীবের এক ঘনিষ্ঠজন বলেন, ‘তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দাওয়াত পেয়েছি। এর বাইরে আপাতত কিছুই বলতে পারছি না। ওরা দুজন যদি কিছু জানায়, সেটা তাদের পক্ষ থেকেই জানাবে।’
মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি। তাদের মতে, সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন, এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না। তাদের জন্য দোয়া ও শুভকামনা।
ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ গত বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। মেহজাবীন অভিনীত ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।
banglanewsbdhub/এজেডএস