একদিন আগেও সবকিছু ঠিকঠাক ছিল। আগামী মাসে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকা, সূচি প্রকাশিত হয়েছিল অনেক আগেই। তবে ২৪ ঘণ্টার মধ্যে বদলে গেল সবকিছু। যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে বিমান হামলা করে পাকিস্তান। এতে ৩ আফগান ক্রিকেটার নিহত হওয়ায় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানরা। তাদের পরিবর্তে জিম্বাবুয়েকে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে পিসিবি।
গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। পালটাপালটি হামলায় নিহত হয়েছেন দুই দেশের বহু নাগরিক। গত সপ্তাহে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও আফগানিস্তান।
তবে সেই চুক্তি ভেঙে ১৭ অক্টোবর আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে কবির, সিবঘাতুল্লাহ, হারুন নামের তিন স্থানীয় ক্রিকেটারসহ ৪০ জন নিহত হন। ক্ষুব্ধ আফগান বোর্ড এই ঘটনার পরপরই ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।
আফগানদের সরে দাঁড়ানোয় সিরিজ আয়োজন নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত পাকিস্তানকে উদ্ধার করতে উড়ে আসছে জিম্বাবুয়ে। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে ক্রিকেট পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছে। সিরিজে পাকিস্তানের পাশাপাশি খেলবে শ্রীলংকাও। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে।’
পিসিবি ত্রিদেশীয় সিরিজের সূচিও প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। দুই দিন পর একই মাঠে শ্রীলংকার বিপক্ষে নামবে তারা। অন্য সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।