শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দেন শরিফুল ইসলাম। দলীয় ২৪ রানের মাথায় নাসুম আহমেদের দারুণ বোলিংয়ে দ্বিতীয় উইকেট পায় বাংলাদেশ। মিডল অর্ডারে অবশ্য প্রতিরোধ গড়েছিল আফগানিস্তান। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং বড় ইনিংস গড়তে দেয়নি আফগানদের।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে আফগানিস্তানকে ১৪৩ রানেই আটকে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ আফগানদের হোয়াইটওয়াশ করার মিশন। এই মিশনে একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। খেলছেন না মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো সেরা পেসাররা। তবুও আফগানিস্তান বড় স্কোর গড়তে পারেনি।
রোববার (৫ অক্টোবর) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিং করতে নেমে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। দলীয় ২০ রানের মাথায় শরিফুল ইসলামের বলে ফিরেছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। খানিক পরে খাতায় আর ৪ রান যোগ হতেই আরেক উইকেট পতন। নাসুম আহমেদের বলে ক্যাচ দেন রহমতউল্লাহ গুরবাজ।
সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুল এরপর হাল ধরতে চেয়েছেন। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং তাদেরকে বড় ইনিংস খেলতে দেয়নি। শেষ দিকে স্পিনার মুজিব-উর রহমান ১৮ বলে ৪টি চারের সাহায্যে ২৩ রানের একটা ইনিংস খেললেন বলেই চ্যালেঞ্জিং একটা স্কোর পেয়েছে আফগানিস্তান।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমেছে আফগানরা। ২৯ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন দারউইচ রসুল। ২৩ বলে ২৮ রান করেন সেদিকুল্লাহ আতাল।
বাংলাদেশের হয়ে ১৫ রানে তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব ২৪ রান করে খরচ করে উইকেট নিয়েছেন ২টি করে।