আফরান নিশো নাকি শাকিব খান

Featured Image
PC Timer Logo
Main Logo

মে মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ বিজয়ীদের পুরস্কার। এর আগে আগামী সপ্তাহে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। ইতোমধ্যে জুরি বোর্ড তাদের নম্বর ও সুপারিশ জমা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। সেখানে ‘শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে’ নাম এসেছে আফরান নিশো ও শাকিব খানের।

জানা গেছে, জুরি বোর্ডের দেওয়া নাম্বারে এগিয়ে রয়েছেন আফরান নিশো। তিনি যদি পুরস্কার পান তাহলে ‘সুড়ঙ্গ’-এর জন্য পাবেন। অন্যদিকে শাকিব লড়াই করছেন ‘প্রিয়তমা’ দিয়ে।

ছোট পর্দার সফল অভিনেতা আফরান নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। রায়হান রাফি পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। চরকি ও আলফা আই প্রযোজিত ছবিটি মুক্তি ২০২৩ এর কোরবানির ঈদে। মুক্তির পরপরই ছবিটি দারুণ লুফে নেয় দর্শকরা। নিশো যদি এ ছবির জন্য পুরস্কার পান তাহলে বলা যায়, প্রথম ছবিতেই বাজিমাত করেছেন তিনি।

অন্যদিকে শাকিব খান যদি ‘প্রিয়তমা’র জন্য পুরস্কার পান তাহলে এটি হবে তার তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আরশাদ আদনান প্রযোজিত ছবিটিতে তার বিপরীতে নায়িকা ছিলেন কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফ পরিচালিত ছবিটির প্রযোজকের দাবি, এটি বক্স অফিসে ৪১ কোটি টাকা আয় করেছে।

শেষ পর্যন্ত নিশো নাকি শাকিব পুরস্কার পান নাকি দুজনেই যৌথভাবে পুরস্কার পান তা জানা যাবে প্রজ্ঞাপনের পর। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

banglanewsbdhub/এজেডএস

আফরান নিশো
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩
শাকিব খান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।